শ্বশুরকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গৃহবধূ নিহত

রাজবাড়ী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬
শেয়ার :
শ্বশুরকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে গৃহবধূ নিহত

রাজবাড়ীতে শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় খালেদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাগমারা ছোট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খালেদা কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রস্করদিয়া গ্রামের প্রবাসী চাঁন মিয়ার স্ত্রী।

লস্করদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বলেন, ওই গৃহবধূ তার শ্বশুরকে ডাক্তার দেখানোর জন্য অটোরিকশায় করে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে সড়কে পরে যান ওই নারী। পরে তাকে চাপা দিয়ে বাসটি পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় তার শ্বশুর জবেদ আলী মিয়াকে (৬৫) প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল কুমার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক বাসটি আটকে অভিযান অব্যাহত রয়েছে।