ঢাকা মেডিকেলে কারাবন্দীর মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. নাদিম (৩০) নামের এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।
মো. নাদিমের বাসা ঢাকার মুগদা এলাকার খ্রিস্টান গলিতে। তার বাবার নাম মো. জব্বার। নাদিম ৩২৮ ও ৪১১ ধারা মামলায় বন্দী ছিলেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষী মো. রাশেদসহ অন্য কারারক্ষীরা মো. নাদিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?