আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৮
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কর্মসূচি:

সকাল ১১টায় প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল একাডিমের উদ্যোগে আয়োজিত হৃদরোগ বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন-২০২৪ এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদেরের ব্রিফিং:

সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পররাষ্ট্রমন্ত্রী কর্মসূচি:

সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হল চত্বরে ‘রাঙ্গুনিয়া সমিতি, ঢাকা’ আয়োজিত মেজবানে প্রধান অতিথি হিসেবে যোগদান ও সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ গ্রহণ করবেন ড. হাছান মাহমুদ।

মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:

আজ দুপুরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার দেশে আসবেন। বিকেলে শ্রমিক সংগঠন এবং রাতে সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

বিএনপির কর্মসূচি:

কারাগারে নিহত শ্রমিক দল নেতা মো. ফজলুর রহমানের পরিবারের সঙ্গে বিকেল ৪টায় মানিক নগর মডেল হাই স্কুলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাৎ করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

বিক্ষোভ সমাবেশ ও মিছিল:

সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাব সামনে ১২ দলীয় জোট সমাবেশ করবে। আর বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে গণতন্ত্র মঞ্চ।

জাতীয় পার্টির বর্ধিত সভা:

সকাল ১০টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পাটির চেয়ারম্যান এবং জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।