ময়মনসিংহে প্রতীক পেয়েই শুরু প্রচারযুদ্ধ
তারেক স্মৃতি অডিটোরিয়ামে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়
আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন। এতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাঁচ প্রার্থী। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।
পরে একে-একে ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক তুলে দেওয়া হয়।
মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুল হক খান পেয়েছেন হাতি প্রতীক, আওয়ামী লীগ নেতা রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক এবং জাতীয় পার্টির শহীদুল ইসলাম স্বপন মণ্ডল পেয়েছেন লাঙ্গল প্রতীক।
বেলায়েত হোসেন চৌধুরী জানান, ১১টি সংরক্ষিত মহিলা আসনে ৬৯ জন প্রার্থীর মধ্যে বরাদ্দ দেওয়া হয়। নগরীর ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শুধুমাত্র ১১ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন একমাত্র কাউন্সিলর প্রার্থী থাকায় ওই ওয়ার্ডে প্রতীক বরাদ্দ দেওয়ার প্রয়োজন পড়েনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফরহাদ আলমকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এদিকে প্রতীক পেয়ে মিছিল শোভাযাত্রার মাধ্যমে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো টাউন চত্বর। মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল নিয়ে প্রার্থী ও সমর্থকরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোটারদের জানান দেয় নিজেদের প্রতীক সম্পর্কে। গোটা নগরী যেন পরিণত হয় মিছিলের নগরীতে।
জানা গেছে, ময়মনসিংহ সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন। এর মধ্যে ১ লাখ ৬৩ হাজার ৮৭১ পুরুষ, ১ লাখ ৭২ হাজার ৬১০ নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন। আগামী ৯ মার্চ তারা ইভিএমে ১২৮ কেন্দ্রে ভোট দেবেন।