আজ মসজিদে ফারাজ করিম চৌধুরীর আকদ

অনলাইন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৭
শেয়ার :
আজ মসজিদে ফারাজ করিম চৌধুরীর আকদ

গত কয়েকদিন ধরেই বিয়ের খবর নিয়ে চর্চায় রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের বেশ পরিচিত নাম ফারাজ করিম চৌধুরী। গুঞ্জন উঠেছে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন তিনি। এ নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অবশেষে সব চর্চা শেষ করে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ফারাজ।

আজ শুক্রবার গুলশান-১ সংলগ্ন মহাখালীর মসজিদ-এ গাউসুল আজমে ইসলামি শরিয়ামতে সাদামাটাভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারাজ করিম চৌধুরীর আকদ। এতে পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন আলেমকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া আগামী ১ মার্চ চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়িতে বিয়ে পরবর্তী এক মেজবানের আয়োজন করা হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে ফারাজ করিম চৌধুরী জানিয়েছিলেন, খুবই সাধারণ আয়োজনে মসজিদে শরিয়া অনুযায়ী আকদের মাধ্যমে বিয়ে করতে চান তিনি। আর এবার সেই ইচ্ছা বাস্তবায়ন করতে যাচ্ছেন।

এদিকে ফারাজ করিম চৌধুরীর পাত্রী সম্পর্কে জানা গেছে, কনের নাম আফিফা আলম। ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুরে জন্ম তার। রাজধানী ঢাকায় ও-লেভেল এবং এ-লেভেলে পড়ালেখা শেষ করে এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচার বিষয়ে পড়ালেখা করছেন।