নাভালনির পরিবারের সঙ্গে দেখা করলেন বাইডেন
রুশ কারাগারে মৃত্যু হওয়া প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির পরিবারের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ায় নাভালনির স্ত্রী ও সন্তানের সঙ্গে দেখা করে বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন সংবামাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০২১ সাল থেকে কারাগারে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে খ্যাত নাভালনি। গত বছরের শেষ দিকে তাকে রাশিয়ার উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলে কারা কলোনিতে নেওয়া হয়। গত শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়। রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের দাবি, ৪৭ বছর বয়সী নাভালনি হাঁটাহাটির পর অসুস্থ বোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। তখন জরুরিভাবে চিকিৎসক দলকে ডেকে আনা হয়।কিন্তু তাকে বাাঁচানো যায়নি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বাইডেন বলেন, রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার চিন্তা করছেন তারা। সরাসরি পুতিনের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে। তিনি বলেন, `নাভালনির স্ত্রী ও সন্তানের সঙ্গে কথা বলে আমি সম্মানিত। নাভালনি অত্যন্ত সাহসী মানুষ ছিলেন। তার মৃত্যুর জন্য দায়ী পুতিনের বিরুদ্ধে আমরা নিষেধাজ্ঞা ঘোষণা করব।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা স্পষ্ট যে নাভালনির স্ত্রী তার লড়াই চালিয়ে যাবেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস