জুটি বাঁধছেন সিয়াম ও ইধিকা
ঢাকাই সিনেমার আলোচিত নায়ক সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। ছবির নাম ‘সিকান্দার’। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক তামিম রহমান। তিনি বলেন, ‘দুজনের সঙ্গে কয়েকবার বসা হয়েছে। গল্প শুনেছেন। কাজটি করার জন্য দুজনই রাজি। শুটিংয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন।’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করার কথা সিয়ামের। অভিনেতা বললেন, ‘গল্প শুনেছি। ভালো লেগেছে। ছবির নাম ভূমিকায় আমার অভিনয় করার কথা। শুনেছি ঈদে মুক্তির জন্য তাড়াতাড়িই শুটিং করতে চান পরিচালক। এখন শিডিউল নিয়ে একটু ঝামেলায় আছি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কাজটি করছি।’
শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’র পর বাংলাদেশের আরেক তারকা শরিফুল রাজের বিপরীতে হাসিবুর রেজার ‘কবি’ সিনেমার কাজ সম্প্রতি শেষ করেছেন ইধিকা। এখন দেবের বিপরীতে কলকাতার ছবি ‘খাদান’-এ কাজ করছেন তিনি। ‘সিকান্দার’ ছবিতে অভিনয়ের ব্যাপারে অভিনেত্রী বললেন, ‘কাজ করছি, এটা চূড়ান্ত। তবে এখনো শিডিউল ঠিক হয়নি।’ প্রেম ও সংকটের গল্প নিয়ে নির্মিত হবে ‘সিকান্দার’। যৌথভাবে এর গল্প লিখেছেন তামিম রহমান, সরদার সানিয়াত ও অনন্য মামুন। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
কবে সিনেমার শুটিং শুরু হবে, জানতে চাইলে পরিচালক জানানÑ আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তি দিতে চান। যেজন্য মার্চের প্রথম সপ্তাহে শুরু করতে চান শুটিং। তামিম বলেন, ‘শিডিউল নিয়ে একটু সমস্যা আছে। যদি কোনো কারণে মার্চের শুরুতে শুটিং শুরু করতে না পারি, তাহলে ঈদুল ফিতরে মুক্তি সম্ভব হবে না। তখন ঈদুল আজহায় মুক্তি দেব। তবে ঈদুল ফিতরের আগেই শুটিং শেষ করতে চাই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল