মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল দুই ভাই
পিরোজপুরের কাউখালীতে মায়ের মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই আপন ভাই সাইফুল ইসলাম ও মো. আসাদ। গতকাল রাতে তাদের মা ও উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের আবুল হোসেন মল্লিকের স্ত্রী মারা যান।
আজ বৃহস্পতিবার তারা মায়ের ভান্ডারিয়া উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয়। তারা কাউখালী নুরজাহান মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাতে জোলাগাতি গ্রামের আবুল হোসেন মল্লিকের স্ত্রী ও এসএসসি পরীক্ষার্থী সাইফুল-আসাদের মা অসুস্থ হয়ে পড়েন। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে করা হয়।