শ্বশুরের জন্য কাফনের কাপড় আনতে গিয়ে জামাতার মৃত্যু
পিরোজপুরের নাজিরপুরে মৃত শ্বশুরের কাফনের কাপড় কিনতে গিয়ে জামাতা মো. রবিউল ইসলাম শেখের (৩০) মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামাতা রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের বাসিন্দা।
রবিউল শেখের মা মালেকা বেগম বলেন, ‘আজ দুপুরে শ্বশুর ফজর আলীর (৬৫) মৃত্যু হয়। তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকেল সাড়ে ৩টায জামাতা রবিউল স্থানীয় বাজারে কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, ‘রবিউলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তবে তার শরীরে কোনো আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।’