শ্রদ্ধা জানানোর ফুল নিয়ে যাওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর
রাজবাড়ীতে শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর ফুল নিয়ে যাওয়ার ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে মারধর করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল সাড়ে ১১টার সময় শহিদ খুশি রেলওয়ে মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার আব্দুল হালিম বাবু দেশ রূপান্তর পত্রিকায় রাজবাড়ী প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। তিনি রাজবাড়ী পৌর ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষীপুর আব্দুল জালাল শেখ ছেলে। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখায়রুজ্জামান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর ফুল নিয়ে যাচ্ছিল কয়েকজন যুবক। এ সময় সাংবাদিক বাবু ফুল নেওয়ার ভিডিও ধারণা করলে তাকে শহিদ মিনারের পাশে টেনে নিয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলায় কর্মরত সংবাদকর্মীরা।