দিল্লি সীমান্তে বিক্ষোভে ১৪ হাজার কৃষক, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬
শেয়ার :
দিল্লি সীমান্তে বিক্ষোভে ১৪ হাজার কৃষক, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

ভারতের পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকদের দমনে টিয়ারশেল নিক্ষেপ করেছে দেশটির পুলিশ। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কৃষকদের দাবি, ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে কেন্দ্রীয় সরকারকে আইন করতে হবে। সেই আইন অনুসারে প্রতিবছর প্রধান ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে সরকারকে। কৃষকদের ঋণ মাফ করতে হবে। কৃষকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার করতে হবে।

এর আগে ২০২১ সালে কৃষকেরা পুলিশ ও প্রশাসনের যাবতীয় অবরোধ সরিয়ে দিয়ে দিল্লি সীমান্তে এসে প্রতিবাদ করেছিলেন। তাদের সেই প্রতিবাদ এক বছর স্থায়ী হয়েছিল। সেসময় কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নিতে বাধ্য হয় মোদি সরকার। এবার দুইশটি কৃষক সংগঠন ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে চতুর্থ দফার বৈঠকের পর রবিবার সন্ধ্যায় কৃষক বিক্ষোভ থামিয়ে দেন পঞ্জাব ও হরিয়ানার কৃষক নেতারা। কৃষক নেতারা আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ২১ ফেব্রুয়ারির মধ্যে কেন্দ্রের দাবি পূরণ না হলে তাঁরা আবার দিল্লি অভিমুখে পদযাত্রা শুরু করবেন।

প্রশাসন এক সপ্তাহেরও বেশি সময় ধরে নয়াদিল্লি থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে বিক্ষোভকারীদের আটকে রাখতে ব্যারিকেড তৈরি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দিল্লি-হরিয়ানা এবং হরিয়ানা-পাঞ্জাব সীমান্তে হাজার হাজার গাড়ি নিয়ে প্রায় ১৪ হাজার মানুষ জড়ো হয়েছেন। তবে তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছিলেন বলে দাবি করেন।