শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিউবোর শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭
শেয়ার :
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিউবোর শ্রদ্ধাঞ্জলি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে জাতীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় বিউবোর সদস্যবৃন্দসহ সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে বিউবো চেয়ারম্যান বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো শাখার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে চেয়ারম্যান বিদ্যুৎ ভবন মসজিদে বঙ্গবন্ধু ও ভাষা শহিদদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে শরিক হন।