বিচারক অপূর্বর চমক
শাকিব খানকে নিয়ে ‘লিডার- আমি বাংলাদেশ’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছিলেন তরুণ নির্মাতা তপু খান। এবার ছোটপর্দার জন্য তিনি নির্মাণ করলেন সাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক জাস্টিস’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্বকে।
আকবর হায়দার মুন্নার গল্পে নির্মিত নাটকটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
১ ঘণ্টা ৩৫ মিনিটের নাটকটি প্রকাশ্যে আসার পর আদালতের বিচারকের আসনে দেখা গেলো অপূর্বকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
পরিচালক তপু খান জানান, আমরা যেরকম থ্রিলার গল্প দেখি ‘ডার্ক জাস্টিস’ তার বাইরে। একদমই অন্যরকম একটা গল্প। এখানে সব রকমের রসদই রয়েছে। এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাই নিজের শতভাগ মেধা আর শ্রম দিয়ে কাজটি করেছেন। প্রতিটি অভিনয়শিল্পী খুব মনযোগ দিয়ে কাজটি করেছেন। দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘গল্পটাই অ্যাকশনধর্মী। চরিত্রটাও আমার জন্য নতুন এবং এমন বড় পরিসরে অ্যাকশনও। দর্শক টিজার, ট্রেলারের প্রশংসা করেছেন। এখন পুরো কন্টেন্ট রিভিউয়ের অপেক্ষায় আছি।’
অপূর্ব ছাড়াও এতে অভিনয় করছেন রাশদ মামুন অপু, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, শায়লা সাবি, সরন কে সাহা, জয় রাজসহ আরও অনেকে।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’