শ্বশুরকে হত্যা চেষ্টায় জামাই গ্রেপ্তার
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শ্বশুর রফিকুল ইসলামকে হত্যা চেষ্টা মামলায় মেয়ের জামাই মো. আল-আমিনকে (২৪) গ্রেপ্তার করেছে ফুলবাড়িয়া থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে তারাকান্দা থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২ বছর আগে ফুলবাড়ীয়া পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের (ঈদগাহ মাঠ সংলগ্ন) রফিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তারের (২০) সঙ্গে তারাকান্দা থানার বহেরাতলী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে আল-আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক নির্যাতন করত আল-আমিন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ৫ মাস আগে তানিয়া বাবার বাড়ি চলে আসেন। স্ত্রীকে না নিতে পেরে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে মেয়ের জামাই। গত ১৭ ফেব্রুয়ারি রাত অনুমান ৯টার দিকে শ্বশুর রফিকুল বাড়ি সংলগ্ন মসজিদে এশার নামাজ আদায় করে নিজ বাড়ির উঠানে পৌঁছামাত্র জামাই ধারালো ছুরি দিয়ে মাথা, বুক, পিঠে আঘাত করেন। রফিকুলের চিৎকারে অন্যরা এগিয়ে এলে ছুরি ও জুতা ফেলে পালিয়ে যান আল-আমিন। স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রফিকুলের স্ত্রী মর্জিনা আক্তার (শাশুড়ি) বাদী হয়ে মেয়ের জামাই আল-আমিনের নাম উল্লেখ করে থানায় মামলা করলে পুলিশ রাতেই তারাকান্দা থানা এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, আঘাতপ্রাপ্ত ব্যক্তির রক্তমাখা পাঞ্জাবি, গেঞ্জি ও পরনের লুঙ্গী হেফাজতে রাখা হয়েছে। হত্যা চেষ্টায় ব্যবহৃত ছুরি ও ঘাতকের পায়ের জুতা আলামত হিসাবে জব্দ করা হয়েছে।