বাংলাদেশে ঢুকে পড়ল ভারতীয় ২ বন্য হাতি

পঞ্চগড় প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৬
শেয়ার :
বাংলাদেশে ঢুকে পড়ল ভারতীয় ২ বন্য হাতি

ভারতীয় সীমান্ত অতিক্রম করে পঞ্চগড়ের তেঁতুলিয়ার রওশনপুর দিয়ে দুটি বন্য হাতি প্রবেশ করেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত দিয়ে ইসলামবাগে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে হাতি দুটি।

এদিকে সকালে গ্রামের ভেতর হাতি প্রবেশ করার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হাতি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করেছে।

স্থানীয়রা জানান, হাতি দুটি তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দলুয়া পাড়া এলাকায় একটি গরুকে গুরুতর আহত করে। পরে গরুটিকে জবাই করে মাংস বণ্টন করে নেন স্থানীয়রা। এ ছাড়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বিভিন্ন ফসলের ক্ষতি, স্থানীয় এক ব্যক্তির বাড়ির সীমানার বেড়া ভেঙে ফেলে।

তবে বন্য হাতির খবর জানাজানি হলে বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনবিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে হাতি দু’টিকে বিরক্ত না করতে ও হাতির কাছে না যেতে হ্যান্ড মাইকে ঘোষণা করেন।

এদিকে আজ বিকেল ৪টার দিকে ভারতের ফাঁসিদেওয়া ও বাংলাদেশের দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ভারতীয় ফরেস্ট সার্ভিসের সদস্যরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, পঞ্চগড় বন বিভাগের লোকজন, গোয়ালগছ বিজিবির লোকজনসহ পতাকা বৈঠকে অংশ নিয়েছেন।

বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতিগুলো দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় অবস্থান করছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

পঞ্চগড় বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন, ‘ঢাকা থেকে আমাদের একটি দল রওনা হয়েছে। আমরা এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ভারতীয় ফরেস্ট সার্ভিসের সদস্যরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোয়ালগছ বিজিবির লোকজনসহ পতাকা বৈঠকে রয়েছি। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’