পাকিস্তানে চার দিন ধরে বন্ধ এক্স
পাকিস্তানে চারদিন ধরে বন্ধ রয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। শনিবার থেকে বন্ধ থাকলেও এখনো সরকার কোনো যথাযথ কারণ দেখাতে পারেনি। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের অনেক জায়গায় ইন্টারনেট সুবিধা ভালো না। এ ছাড়া কর্তৃপক্ষের পদক্ষেপেও ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রাখারও নজির রয়েছে।
৮ ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ রেখেছিল সরকার। যদি তাদের দাবি, ভুল করে এগুলো বন্ধ করা হয়েছে। ভোটগ্রহণের দিন সন্ত্রাসী হামলা রুখতে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। তবে ভোটের পর থেকেও এক্স এ প্রবেশ করতে সমস্যা হচ্ছে গ্রাহকদের।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জিও নিউজ জানায়, ইন্টারনেট বন্ধ রাখা সাংবিধানিকভাবে পাকিস্তানিদের যে তথ্য অধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করেছে তার সঙ্গে সাংঘর্ষিক। ২০১৮ সালে ইসলামাবাদ হাইকোর্ট ইন্টারনেট বন্ধ রাখাকে মৌলিক অধিকারের পরিপন্থী বলে ঘোষণা করেছিল।
বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জিও নিউজ। বিষয়টি নিয়ে তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ও পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃক্ষের চেয়ারম্যানের সঙ্গে কথা বলার অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পাকিস্তানের ডিজিটাল অধিকারকর্মী ও সাংবাদিক ফারিহা আজিজ বলেন, এক্স এর ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ভিপিএন ব্যবহার করে এক্স এ পোস্ট করছেন।
তিনি বলেন, এমন নিষেধাজ্ঞা আসলে অযৌক্তিক ও অবৈধ। এতে করে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এটা কেন হচ্ছে তাও খুবই স্পষ্ট। এসব প্ল্যাটফর্মে জনগণ আওয়াজ তোলেন। সেই অধিকার কেড়ে নেওয়ার জন্যইমাজিক যোগাযোগমাধ্যম।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস