ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

অনলাইন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৭
শেয়ার :
ডিবি কর্মকর্তার গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর মালিবাগে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে আনোয়ারা (৪০) নামের এক গৃহকর্মীর মৃত্যু ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। গতকাল সোমবার রাতে আনোয়ারার বোন শাহানা বাদী হয়ে শাহজানপুর থানায় মামলাটি করেছেন।

আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা। তিনি বলেন, ‘গত রাতে নিহতের বোন শাহানা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা তদন্ত করছি।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৬-১৭ মাস ধরে গৃহকর্মীর কাজ করতেন আনোয়ারা। গতকাল ছাদ থেকে পড়ে যান তিনি। পরে আনোয়ারাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।