ক্লাসে কথা বলা নিয়ে কলেজছাত্রকে ছুরিকাঘাত করল সহপাঠী
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়ায় সহপাঠীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে কলেজছাত্র নূর নবী তালুকদার (১৭)। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে হামলাকারী ছাত্রকে গণপিটুনি দিয়েছে কলেজের অন্য ছাত্ররা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের গেটের বাইরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সকালে ব্যবসা শিক্ষা ক্লাসে নূর নবীকে কথা বলতে নিষধ করে তার সহপাঠী ফেরদৌস হাওলাদার (১৭)। তখন তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ফেরদৌস নুর নবীকে দেখে নেয়ার হুমকি দেয়।
এরপর ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কলেজ গেটের বাইরে নূর নবী ও ফেরদৌসের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ফেরদৌসের কাছে থাকা ছুরি দিয়ে নুর নবীর ওপর হামলা চালায়। এতে নুর নবীর পেটের উপরে ও বাম হাতের বাহু কেটে যায়। এসময় কলেজের অন্য ছাত্ররা ফেরদৌসকে ধরে গণপিটুনি দেয় এবং ফেরদৌসের কাছে থাকা ছুরি ছিনিয়ে নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেয় অন্য ছাত্ররা।
গুরুতর আহত অবস্থায় নুর নবীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
হামলাকারী ফেরদৌস গৌরনদী উপজেলার উত্তর নাঠৈ গ্রামের ওমর সিদ্দিক হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনে বলেন, ‘হামলার বিষয়টি ক্যাম্পাসের বাইরে হয়েছে তাই আমাদের কিছু করার নেই।’
কোনো আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওই ছাত্ররা কলেজে আসলে এমন কাজ না করার জন্য তাদের মোটিভেশন করা যেতে পারে।’
ওসি আলম চাঁদ বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’