সরকার গঠনে অচলাবস্থার আশঙ্কা বিলাওয়ালের
পাকিস্তানের সরকার গঠন নিয়ে অচলাবস্থা দেখা দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, ‘যদি কেউ নিজের অবস্থান থেকে না সরে তবে সরকার গঠন আটকে যেতে পারে।’ পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় জোট সরকার গঠনের পদক্ষেপ নেন দেশটির রাজনীতিবিদরা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কিন্তু বেশ কিছু বিষয়ে একমত হতে পারছেন না নেতারা। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিলাওয়াল বলেন, তারা তাদের অবস্থানে অটল রয়েছেন। এখান থেকে কোনো নড়চড় হবে না। তিনি বলেন, ‘যদি অন্য কেউ তাদের অবস্থান থেকে সরে আসতে চায় তবে আলোচনা করে পারে। তারা যদি অবস্থান থেকে না সরে তবে অচলাবস্থা তেরি হবে। গণতন্ত্রের জন্য এটা ভালো কিছু হবে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বিলাওয়াল বলেন, ‘আমি যদি পিএমএল-এনকে সমর্থন দিতে চাই, সেটা আমার শর্ত মেনে দেব, তাদের নয়। সরকার গঠনের দেরি হওয়াটাকে আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। কিন্তু বিষয়টি পাকিস্তানের গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস