শুভ্র দেবের কথায় সমালোচনার ঝড়

বিনোদন প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৬
শেয়ার :
শুভ্র দেবের কথায় সমালোচনার ঝড়

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ নাগরিককে ‘একুশে পদক-২০২৪’ দিয়েছেন সরকার। আজ মঙ্গলবার বেলা ১১টায় জমকালো আয়োজনে তাদের হাতে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রীর হাত থেকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কারটি গ্রহণ করেন সংগীতশিল্পী শুভ্র দেব।

এদিকে শুভ্র দেবের একুশে পদক পাওয়ার খবরে কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এই তর্কের আগুনে ঘি ঢাললেন শুভ্র দেব নিজেই। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রিন্স মাহমুদ আমার লেভেলের না।’

যেখানে তিনি আরও বলেন, ‘প্রিন্স মাহমুদ কাজের ক্ষেত্রে আমার অনেক ছোট। একটা সময় আমাকে দিয়ে গান করার জন্য সে আমার পল্লবীর বাসায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। সেগুলো বলতে চাই না। সে তো আমাদের লেভেলের কেউ না। আমি তাদেরই কাউন্ট করব যাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে অনেক বড় অবদান আছে। যারা কিছু করতে পেয়েছে তাদেরই আমি কাউন্ট করব। যারা সমালোচনা করছে তারা জেলাসের জায়গা থেকে সমালোচনা করছে। এগুলো বিষয় নিয়ে আমি মাথা ঘামাই না।’

শুভ্র দেবের এমন কথায় উত্তাল এখন নেটদুনিয়া। তাকে ঘিরে চলছে তুমুল সমালোচনা। শুধু বাংলা গানের শ্রোতারাই নয়, বিষয়টি নিয়ে কথা বলছেন খোদ শিল্পীরাও। তবে বিষয়টি নিয়ে চুপ আছেন বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

সংগীতশিল্পী প্রীতম আহমেদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শুধু বাংলাদেশেই এক শ্রেণির গায়ক আছে যারা একটা ভালো গানের জন্য গীতিকার, সুরকারদের পেছনে ঘুরতে ঘুরতে জুতা-স্যান্ডেল ক্ষয় করে ফেলেন। তারপর যখন গানটা পেয়ে নিজের অবস্থান তৈরি করে ফেলেন, তখন বলেন ওই গীতিকার-সুরকারেরই কোনো লেভেল নাই।’

তার এমন পোস্টের ঘরে মন্তব্য করে সহমত প্রকাশ করেছেন অনেকেই। জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার মন্তব্য করেছেন, ‘মন আমার পাথর তো নয়’ নকল সুরের গান। প্রণব সাহা চুরি করেছিলেন হিন্দি ছবি থেকে। আর এই গান ‘শুভেচ্ছা’তে চলায় হিট করেছিল।

লেখক ও নির্মাতা ইশতিয়াক আহমেদ লিখেছেন, ‘তামিম আউট হওয়ার পর সাকিবের রিয়েকশন এবং সাকিব আউট হওয়ার তামিমের পাল্টা রিয়েকশন ভালো লেগেছে।’

‘শুভ্র দেবও একুশে পদক হাতে নিয়ে প্রিন্স ভাইকে দেখিয়ে এমন একটা এক্সপ্রেশন দিতে পারতেন। শুধু শুধু লেভেল নিয়ে টানাটানি করছেন। এখন প্রিন্স মাহমুদ কতটা বিশাল তার বিশ্লেষণ দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে যাবে শুভ্র দেব বাবুর। আর ওনার লেভেল নিয়ে কী বলব?

অনেক আগে তাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, শুভ্র দেব এমন একজন শিল্পী যার গান, তার চেয়ে ভালো গায় অন্যরা।’

একজন লিখেছেন, ‘শুভ্র দেব দাদাকে ছোট করে দেখছি তা না, তবে প্রিন্স ভাই যাদের নাম বলেছেন, যোগ্যতার বিচারে শুভ্র দেব দা তাদের ধারের কাছেও নেই। একুশে পদক পাওয়ার পরও যদি মুখে এমন ভাষা প্রয়োগ করেন সম্মানিত পদকধারী। তাহলে সংগীতের ৩৯ বছর কী করে পার করলেন তিনি। ভাবতেই অবাক লাগে। জয় হোক বাংলা গানের…।’

হ্যাশ ট্যাগ দিয়ে নেটিজেনরা লিখছেন- লেভেলে নাই, প্রিন্স মাহমুদ একজনই।

উল্লেখ্য, চলতি বছর একুশে পদক পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ। তার কথায়, ‘দেশের সংগীতে শুভ্র দেবের অবদান আছে। কিন্তু তার চেয়ে অনেক বেশি অবদান লাকী আখন্দ, আইয়ুব বাচ্চু, ফুয়াদ নাসের বাবু, নকিব খান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, হামিন আহমেদ, মাকসুদুল হক, মাহফুজ আনাম জেমস এবং প্রিয় গীতিকবি কাওসার আহমেদ চৌধুরী ও শহীদ মাহমুদ জঙ্গীর। প্রিয় শুভ্র দেবের উচিত এই প্রসঙ্গে কথা বলা। নিজে পদক না গ্রহণ করে সত্যকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি এখনই শুরু হোক…।’

সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘শুভ্র দা আমার কাছের মানুষ। আমার ওপর রাগ করবেন কিন্তু সত্য বলছি, এই সত্য যদি স্বীকার করেন তাহলে শিল্পী হিসেবে তার জায়গা অনেক ওপরে থাকবে…। এখানে শুভ্র দেব নামটি উপলক্ষ মাত্র। যিনি পদক পাচ্ছেন তিনি যদি উপলব্ধি করেন তার চেয়ে যোগ্যতর মানুষটি পদকের ক্ষেত্রে বঞ্চিত, তিনি তার কথা বলে যাবেন। “সব ক্ষেত্রেই তা হওয়া উচিত। এই চর্চা থাকলে আরও বহু গুণী মানুষ পেতাম আমরা।” যাই হোক, সত্যিকার মেধাবীকে পদক দিতে বলার এই সংস্কৃতি আজ থেকেই, এখনই শুরু হোক…।’