ভয়াবহ প্রক্সিকাণ্ড, কেন্দ্রসচিবসহ আটক ৫৮

অনলাইন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫
শেয়ার :
ভয়াবহ প্রক্সিকাণ্ড, কেন্দ্রসচিবসহ আটক ৫৮

নওগাঁর সাপাহারে সরফ তুল্লাহ মাদাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হোসেন জানান, সরফতুল্লাহ মাদাসা কেন্দ্রে ৫৭ জন দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে প্রক্সি দেওয়ার অভিযোগ ওঠে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়।