সাইমনের সঙ্গে সিলেটে পরীমণি
ব্যক্তিজীবনের নানা টানাপোড়নের মাঝেই ওয়েব ফিল্ম, বিজ্ঞাপন ও সিনেমা দিয়ে আবারও পর্দায় দেখা যাচ্ছে পরীমণিকে। তবে এবার কাজে ফিরতে নিজেকে আবারও আগের মতো ফিট করে তুলেছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে সিলেট বিমানবন্দরে চিত্রনায়ক সাইমনের দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন এই নায়িকা। সাইমনের কোলে দেখা গেছে পরীর ছেলে রাজ্যকে।
তিনি লিখেছেন, ‘সাত সকালে সিলেটে ! ডোডোর গল্পের শেষ ভাগের শুটিং এর জন্যে।’ সঙ্গে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন পরীমণি।
দীর্ঘ বিরতির পর গত বছর ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে পরী ক্যামেরা সামনে দাঁড়ান। সে সময় পরীমণি বলেন, অনেকদিন কাজের বাইরে ছিলাম। নিজের প্রিয় জায়গায় ফেরার জন্য অনেক দিন মুখিয়ে ছিলাম। ভীষণ ভালো লাগছে আবারও লাইট ক্যামেরার দুনিয়ায় আসতে পেরে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমার প্রসঙ্গে পরী জানান, দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ হতে যাচ্ছে অন্যরকম একটি গল্পের সিনেমা।
এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। সরকারি অনুদান প্রাপ্ত ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।
সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট