বিয়ের পর প্রথম পোস্ট শ্রীময়ীর, যা লিখলেন

বিনোদন ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১
শেয়ার :
বিয়ের পর প্রথম পোস্ট শ্রীময়ীর, যা লিখলেন

টালিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের আইনি বিয়ে নিয়ে চর্চা এখন তুঙ্গে। আইনি বিয়ের পর প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে মনের কথা প্রকাশ করলেন অভিনেত্রী।

রবিবার মধ্যরাত থেকেই তাদের আইনি বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। কিন্তু সোমবার দুপুরের আগে পর্যন্ত কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি পোস্ট করেননি। সাধারণত কাঞ্চনের সঙ্গে তার ছবি এতদিন শ্রীময়ীই পোস্ট করতেন। সোমবারও কাঞ্চনের আগে তার স্ত্রী শ্রীময়ী আইনি বিয়ের ছবি ভাগ করে নিলেন ভক্তদের সঙ্গে। যেখানে তিনি লিখলেন মনের কথাও।

গত মাসে প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের আইনি বিচ্ছেদ হয়। তারপর থেকেই টালিপাড়ায় গুঞ্জন চলে, কাঞ্চন-শ্রীময়ীকে বিয়ে করতে পারেন। কারণ, দীর্ঘদিন তারা সম্পর্কে ছিলেন। এমনকি শ্রীময়ীর সঙ্গে সম্পর্কের কারণেই পিঙ্কির সঙ্গে কাঞ্চনের বিবাহবিচ্ছেদ হয়েছে এমনটাই টালিপাড়ায় গুঞ্জন রয়েছে।

ফেসবুকে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করে শ্রীময়ী লেখেন, ‘জীবনে কেবলমাত্র একবার এমন কারও সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যিনি আপনার মন ভেজাতে পারবেন, যিনি আপনার পেটে প্রজাপতি অনুভব করাতে পারেন এবং আপনার হাঁটুজোড়াও কাঁপাতে পারেন।’

এরই সঙ্গে তিনি আরও লেখেন, ‘স্নেহ এবং ভালোবাসা দিয়ে কারও জীবন বদলে দিচ্ছেন, এ রকম মানুষের সঙ্গে সাক্ষাৎ খুবই বিরল।’

কাঞ্চন যে তার জীবনের সেই মানুষ, সে কথাও এই পোস্টে স্পষ্ট করেছেন শ্রীময়ী। তিনি লিখেছেন, ‘তাই সেই মানুষটার সন্ধান পেলে তাকে ভালোবাসা দিয়ে আগলে রেখে উদ্‌যাপন করা উচিত। মিস্টার মল্লিক, আমার ভালোবাসা, তুমি শুধুই আমার।’

প্রসঙ্গে, আগামী ৬ মার্চ কাঞ্চন-শ্রীময়ীর সামাজিক বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গেছে।