আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
প্রধানমন্ত্রীর কর্মসূচি:
বেলা ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবেন তিনি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগের সংবাদ সম্মেলন:
বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি:
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে বইয়ের মোড়ক উন্মোচন মঞ্চে প্রেসক্লাব অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট সাংবাদিক ও গবেষক শ্রী গৌতম লাহিড়ী প্রণীত ‘প্রণব মুখার্জী: রাজনীতির ভেতর বাহির: প্রেক্ষিত বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন।
বিএনপির আলোচনা সভা:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুপুর ২টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র নেতাসহ বুদ্ধিজীবীরা।
বাণিজ্য মেলার সমাপনী:
আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বিকেল ৪টায় পূর্বাচলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।