পি কে হালদারের দুই সহযোগীর জামিন
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় পি কে হালদারের দুই সহযোগী অনিন্দিতা মৃধা ও সুকুমার মৃধাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মোহাম্মদ জাফর আহমেদ ও খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পি কে হালদারসহ ১৪ সহযোগীর সাজা হয়। এ মামলায় পি কে হালদারকে মোট ২২ বছর এবং অনিন্দিতা মৃধা ও সুকুমার মৃধাসহ বাকি আসামিদের ৭ বছর করে সাজা দিয়েছিলেন আদালত।
গত ১১ ফেব্রুয়ারি জামিন চেয়ে আবেদন করেন অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধা।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
তিনি বলেন, ‘পি কে হালদারের মামলায় ১৪ জনের সাজা হয়েছিল। এর মধ্যে দুজন অনিন্দিতা মৃধা ও তার বাবা সুকুমার মৃধাকে অর্থপাচার মামলায় চার বছর করে সাজা দেওয়া হয়। এর বিরুদ্ধে তারা আপিল করে জামিন চান। হাইকোর্ট তাদের জামিন দিয়েছেন। আমরা এর তীব্র বিরোধিতা করেছি। আমরা এই জামিনের বিরুদ্ধে কমিশনের অনুমোদন সাপেক্ষে আপিল বিভাগে যাব।’
এর আগে প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারসহ সহযোগীদের বিরুদ্ধে মামলা করে দুদক।
আরও পড়ুন:
চীনা অ্যাপের ফাঁদে পড়ে নিঃস্ব মানুষ
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি