আজই কারামুক্ত হবেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৫৫
শেয়ার :
আজই কারামুক্ত হবেন মির্জা আব্বাস

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় কারামুক্ত হবেন বলে আশা করছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ কথা জানান।

অন্যদিকে, বিএনপির জ্যেষ্ঠ এই নেতাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করতে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গয়েশ্বর রায়ের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ফুল দিয়ে বরণ করার অপেক্ষায় আছি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে আমরা তাকে বরণ করে নেব।’    

গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকার মহাসমাবেশ পণ্ড ও সংশ্লিষ্ট ঘটনায় ৩১ অক্টোবর রাতে ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ রাষ্ট্রীয় সম্পদ নষ্টের অভিযোগে ঢাকার রেলওয়ে থানার করা মামলায় আজ ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিনের আদালত তাকে জামিনের আদেশ দেন। এর আগে গত কয়েক দিনে ১০টি মামলায় জামিন পান মির্জা আব্বাস।

সব মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মহিউদ্দিন চৌধুরী।