রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত মিয়া নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত সিফাত উপজেলার নরদহি চরপাড়া গ্রামের মো. সিদ্দিক হোসেনের ছেলে।
আজ সোমবার সকালে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, সকালে এলেঙ্গা বাজার এলাকায় চান মাহমুদের পাঁচতালা ভবনে রং করছিলেন সিফাত। এ সময় ভবনের পাশে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সিফাতের শরীর সম্পূর্ণ পুড়ে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।