অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের অপারেটর নিহত

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১০
শেয়ার :
অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে ফিলিং স্টেশনের অপারেটর নিহত

ফেনীতে পাম্প থেকে গ্যাস নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মো. সাইদুল ইসলাম রনি (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রনি পাম্পের স্টেশন অপারেটর হিসেবে কাজ করতেন। এ ঘটনায় অটোরিকশার চালক জাহিদ আলম (১৭) আহত হয়েছে।

আজ সোমবার সকালে ফেনী সদর উপজেলার দেবীপুর এলাকায় প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনির বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে।

স্থানীয়রা জানান, আজ সকালে শহরের প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে সিএনজিচালিত একটি অটোরিকশায় গ্যাস নেওয়ার সময় সিলিন্ডির বিস্ফোরণের ঘটনা ঘটে এবং আগুন ধরে যায়। এ সময় মানুষ ভয়ে দিক-বিদিক ছোটোছুটি শুরু করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায়। ঘটনাস্থল থেকে দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইদুল ইসলামের মৃত্যু হয়। তিনি ওই ফিলিং স্টেশনের অপারেটর ছিলেন। আহত গাড়ি চালক জাহিদ আলম  ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।