এক ঘণ্টা পর ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে
এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মিরপুর ১২ নম্বর ঝিলপাড় বস্তিতে লাগা আগুন। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে আজ সোমবার দুপুর ২টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগে, দুপুর ১২টা ৫৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, ‘দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ঝিলপাড় বস্তিতে আগুন লাগার খবর আসে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে বাগানবাড়ি বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই ঘটনায় কেউ হতাহত না হলেও বস্তির প্রায় ৩০টির মতো বাড়িঘর পুড়ে যায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?