যে কারণে বাইক চালানো শিখলেন পড়শী

বিনোদন প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪১
শেয়ার :
যে কারণে বাইক চালানো শিখলেন পড়শী

জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী এখন নাটকেও নিয়মিত কাজ করছেন। বিভিন্ন উৎসবের নাটকে থাকছেন তিনি। এরইমধ্যে অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা ও নির্মাতাদের আস্থা অর্জন করেছেন এ গ্ল্যামারকন্যা। প্রতিটি চরিত্রকে গ্রহণযোগ্য করে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন বলেও জানান। 

এবার পর্দায় তাকে প্রথমবারের মতো বাইক চালাতে দেখা যাবে। ‘পারবোনা ছাড়তে তোকে’ শিরোনামের একটি নাটকের জন্য মোটরসাইকেল চালানো শিখেছেন পড়শী। 

তার ভাষ্য, ‘শুধু এই নাটকের জন্য আমি বাইক চালানো শিখেছি। পর্দায় দর্শক আমাকে বাইক চালিয়ে ভার্সিটিতে আসতে যেতে দেখবে। বাইক চালানো শিখতে গিয়ে আমার বেশ কষ্ট করতে হয়েছে। শুটিংয়েও এ নাটকের জন্য অনেক প্ররিশ্রম করেছি। আশা করছি দর্শকের কাছে আমাদের পরিশ্রম ভালো লাগবে।’ 

এ নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে পড়শী জুটি বেঁধেছেন। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। খুব শীঘ্রই ভালোবাসা দিবসের এই নাটকটি সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে।