অবশেষে মুখ খুললেন মাহির স্বামী রকিব
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় গেল শুক্রবার বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় ৯ মিনিটের সেই ভিডিওতে তিনি জানান, তারা এখন আলাদা থাকছেন। আর খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
বিয়ের আড়াই বছরের মাথায় তাদের সংসার ভাঙল! মাহির কথা, ‘আমরা দুজন দুজনের প্রতি সম্মান নিয়েই সিদ্ধান্ত নিয়েছি সেপারেশনে যাব। আমরা অনেকদিন ধরেই সেপারেশনে আছি। খুব দ্রুতই হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাব। কবে আর কীভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব।’
পাশাপাশি সন্তান ফারিশকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হন মাহি। কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার যে ছোট বাবুটা। আমার ফারিশ আমার কলিজার টুকরা। ছোট বাচ্চাটাকে অনেকে অনেক কথা বলেন। ওকে নিয়ে কিছু লিখবেন না। কোনো বাচ্চাকে নিয়েই লিখবেন না। আমার আর ফারিশের জন্য দোয়া করবেন। প্রফেশন থেকে অনেক দূরে। নতুন করে কাজ শুরু করব। আমার বাচ্চাটা বড় করব। সবাই দোয়া করবেন ফারিশকে নিয়ে আমার চলার পথটা যেন মসৃণ হয়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে বিচ্ছেদের বিষয়ে এতদিন কিছুই বলেননি মাহির স্বামী রাকিব সরকার। পাওয়া যায়নি ফোনেও। অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রকিব। বললেন, ‘আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ (পর্যবেক্ষণ) করছি। তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নিই, তারপর বলব।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
উল্লেখ্য, ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। রকিবের সংসারে ফারিশ নামের এক পুত্রসন্তান রয়েছে মাহির।
এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পরেই তার সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’