ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ হবে কাল

অনলাইন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৫
শেয়ার :
ভোজ্যতেলের নতুন দাম নির্ধারণ হবে কাল

প্রায় ছয় মাস পর নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করতে যাচ্ছে সরকার। আগামীকাল মঙ্গলবার মূল্য নির্ধারণে জাতীয় টাস্কফোর্সের বৈঠকে নতুন দাম ঠিক করা হবে। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

সাধারণত বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দেওয়ার পরই ভোজ্যতেল প্রস্তুত ও বিতরণ কোম্পানিগুলো দাম বাড়ানো বা কমানোর ঘোষণা দিয়ে থাকে।

এর আগে সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা করা হয়।

এদিকে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, রবিবার দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত ভোজ্যতেল বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৭৩ টাকায়। এক বছর আগের এই দাম ছিলো ১৮০ থেকে ১৮৫ টাকা। অর্থাৎ ছয় শতাংশ কমেছে।

তবে গত মাসে কোনো ঘোষণা না দিয়েই ভোজ্যতেলের দাম বাড়িয়ে দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তখন প্রতি লিটারে বাড়ানো হয় চার টাকা।