আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;
আওয়ামী লীগের কর্মসূচি:
এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুর ১২ টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
বিকেলে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
ডিএমপির ব্রিফিং:
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অমর একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রণীত নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বেলা পৌনে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্রিফিং করবেন তিনি।
সিআইডির ব্রিফিং:
দরবেশ বাবা পরিচয়ে বিভিন্ন সমস্যা সমাধানের নামে প্রতারণার অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ বিষয়ে ব্রিফিং করবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে ব্রিফিং করবেন তিনি।
তথ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি:
বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) সাম্প্রতিক প্রতিবেদন ও ‘র্যাংকিং’ নিয়ে ব্রিফিং করবেন তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আলী আরাফাত। দুপুর ১২টায় সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিং করবেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সন্ধ্যা ৬টায় হোটেল ওয়েস্টিন বলরুমে রেড এলার্ট বইয়ের মোড়ক উন্মোচনে প্রধান অতিথি থাকবেন প্রতিমন্ত্রী আলি আরাফাত।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর কর্মসূচি:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ। আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে দুপুর আড়াইটায় এই বৈঠক হবে।
সন্ধ্যা ৭টায় ইন্টারকন্টিনেন্টালে সামিট কমিউনিকেশনস গ্রুপের কোম্পানি সামিট টাওয়ার্স লিমিটেডের ‘টাওয়ার্স অধিগ্রহণ উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানের যোগ দেবেন তিনি।
সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন:
সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো তিন দিনব্যাপী ‘এনআরবি/পিবিও সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন ২০২৪’ আয়োজন করা হয়েছে। এতে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি কবি, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত থাকবেন। এতে সহযোগী হিসেবে যুক্ত থাকবে বাংলা একাডেমি।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণার জন্য ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় বাংলা একাডেমির ভাষা সৈনিক চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জিএম কাদেরের কর্মসূচি:
মেজর সিকদার আনিসুর রহমান (অব.) রচিত ‘দেশ প্রেমিক’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বিকেল ৪টায় একুশে বইমেলার স্থায়ী মঞ্চে এই মোড়ক উন্মোচন হবে।