ভূমধ্যসাগরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, বেশিরভাগই বাংলাদেশি

প্রবাস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৮
শেয়ার :
ভূমধ্যসাগরে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, বেশিরভাগই বাংলাদেশি

ভূমধ্যসাগর দিয়ে নৌকাযোগে ইউরোপে যাওয়ার সময় তিউনিসিয়া উপকূলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া নয়জন অভিবাসনপ্রত্যাশীর মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল শনিবার দূতাবাস জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসনপ্রত্যাশী সাগরপথে ইউরোপে যাওয়ার সময় গত ১৫ ফেব্রুয়ারি তিউনিসিয়া উপকূলে তাদের বহনকারী নৌকাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকাটি থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে। জীবিত ৪৩ অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর মারা যাওয়া নয়জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে জানা গেছে।

দূতাবাস আরও জানিয়েছে, উদ্ধার বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতে দূতাবাস তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সহযোগিতা এবং মারা যাওয়া বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি টিমকে দ্রুত তিউনিসিয়া পাঠানোর সর্বাত্মক প্রচেষ্টা চলছে।

ঝুঁকি নি‌য়ে এভাবে ইউ‌রোপযাত্রা না কর‌তে বাংলাদেশি অ‌ভিবাসনপ্রত্যাশীদের সতর্ক করেছে দূতাবাস। তারা বলেছে, সবাইকে দালাল ও পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় পড়ে এভাবে জীবনের ঝুঁকি না নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।