বিয়ে বাড়িতে মৌমাছির হানা, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৪
শেয়ার :
বিয়ে বাড়িতে মৌমাছির হানা, আহত ১২

এমন ‘অতিথি’ নিশ্চিতভাবেই চাননি বর বা কনেপক্ষ। বিনা দাওয়াতে আসা এই ‘অতিথি’দের আক্রমণে আহত হয়েছেন ১২ জন। এই অতিথিরা আসলে মৌমাছি। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা। 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রদেশের গুনা জেলায় এক হোটেলে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই হোটেলের ছাদে বেশ বড় একটি মৌচাক ছিল। সেখান থেকে মৌমাছির ঝাঁক এসে হানা দেয়। সবাইকে হুল ফুটাতে থাকে। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মৌমাছির কামড়ে অনেকেই ব্যথায় মাটিতে শুয়ে পড়েছেন। কেউ কেউ কানে ধরে মাটিতে বসে পড়েন

খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরি পরিষেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর সেখানে উপস্থিত হয় জরুরি চিকিৎসাসেবা বিভাগ। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আইসিইউতেও ভর্তি করতে হয়েছে কয়েকজনকে। 

এই ঘটনায় তোপের মুখে পড়েছে হোটেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তারা আগেই কেন ব্যবস্থা নেয়নি সেই প্রশ্ন উঠেছে।