নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৮
শেয়ার :
নাভালনির মৃত্যুর জন্য পুতিনই দায়ী: বাইডেন

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে ভুল করার কোন অবকাশ নেই নাভালনির মৃত্য়ুর জন্য পুতিনই দায়ী।’ 

রাশিয়ার কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের দাবি, ৪৭ বছর বয়সী নাভালনি শুক্রবার হাঁটাহাটির পর অসুস্থ বোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান। তখন জরুরিভাবে চিকিৎসক দলকে ডেকে আনা হয়। কিন্তু তাকে বাাঁচানো যায়নি। 

এর প্রতিক্রিয়ায় পূতিনকে সরাসরি দায়ী করেন বাইডন। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বাইডেন অব্যাহতভাবে পুতিনের বিরুদ্ধে নাভালনির অবস্থানের জন্য নাভালনির প্রশংসা করেন। 

বাইডেন বলেন, নাভালনির উপর বিষ প্রয়োগ, বিদেশে চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরে এসে তাকে কারারুদ্ধ করার পরেও তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘২০২০ সালে নাভালনিকে হত্যাচেষ্টার পর তিনি প্রবাসে নিরাপদেই থাকতে পারতেন। কিন্তু তিনি দেশেই ফিরলেন কারণ নিজের দেশের প্রতি তার গভীর বিশ্বাস ছিল। 

বাইডেন বলেন, ‘রুশ কর্তারা তাদের কাহিনী বলবে কিন্তু, এ ব্যাপারে ভুল করার কোন অবকাশ নেই নাভালনির মৃত্য়ুর জন্য পুতিনই দায়ী।’ 


২০২১ সাল থেকে কারাগারে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক হিসেবে খ্যাত নাভালনি। গত বছরের শেষ দিকে তাকে রাশিয়ার উত্তর সাইবেরিয়ার ইয়ামালো-নেনেটস অঞ্চলে কারা কলোনিতে নেওয়া হয়। গত শুক্রবার সেখানেই তার মৃত্যু হয়।