‘অমীমাংসিত’র জট খুলবে ২৯ ফেব্রুয়ারি
তরুণ নির্মাতা রায়হান রাফি। দর্শকমহলে তার কাজগুলোর গ্রহণযোগ্যতাও বেশ। আর তার সিনেমাগুলোর মধ্যেও পাওয়া গেছে সত্য ঘটনার নির্যাস। তারই ধারাবাহিকতায় রাফি নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘অমীমাংসিত’। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা।
গতকাল শনিবার রাফি তার ‘অমীমাংসিত’র নতুন একটি ভিডিও শেয়ার করেছেন। ২৮ সেকেন্ডের ভিডিওটির শুরু হয় একটি টাইপ রাইটার দিয়ে। ‘ডক্টর রুবিনা’ চরিত্রকে বলতে শোনা যায়, ‘আমি ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে ডক্টর রুবিনা। এই অমীমাংসিত কেসটির জট খোলার চেষ্টা করছি। আমার বিশ্বাস, খুব দ্রুতই আমরা এর মীমাংসা করব। আপনাদের সামনে হত্যাকারীদের চেহারা উন্মোচন করতে পারব।’
এর আগে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কালো কাপড়ে মুখ ঢাকা একজনকে। টাইপ রাইটারে সেও টাইপ করছিল। এরপর ফোন আসলে সেই চরিত্রটির মুখে শোনা যায়, ‘স্যার আমার রিপোর্ট রেডি। স্যার আমি এই সপ্তাহের মধ্যেই সাবমিট করে দিচ্ছি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কালো কাপড়ে মুখ বাঁধা চরিত্রগুলোর রহস্য উন্মোচিত হচ্ছে। জট খুলছে ‘অমীমাংসিত’র। আগামী ২৯ ফেব্রুয়ারি ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে এটি। সেদিনই সব প্রশ্নের উত্তর মিলবে বলে জানিয়েছেন নির্মাতা রাফি।
এদিকে, সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। আর পোস্টার বা টিজারে যাদের মুখ কালো কাপড়ে ঢাকা, তাদের পরিচয়ও মিলবে সিনেমাতে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট