ভুল চিকিৎসা নয়, বিরল রোগে মৃত্যু হয়েছে ‘দঙ্গল’ অভিনেত্রীর
মাত্র ১৯ বছরে মারা গেলেন ‘দঙ্গল’খ্যাত অভিনেত্রী সুহানি ভাটনাগর। ভক্তরা এই খবরে রীতিমতো বাকরুদ্ধ হয়েছেন। গতকাল শনিবার অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ভীষণ চাঞ্চল্যের সৃষ্টি হয়। কথা রটে- ভুল চিকিৎসাই নাকি অভিনেত্রীর মৃত্যুর কারণ। তবে এমনটা সত্য নয় জানালেন, সুহানির বাবা পুনীত ভাটনাগর।
ভারতীয় গণমাধ্যমকে পুনীত জানিয়েছেন, ডার্মাটোমায়োসাইটিস নামের বিরল এক রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এটি একটি রেয়ার কন্ডিশন। যা ত্বক, মাসল, ফুসফুসসহ শরীরের একাধিক অঙ্গকে প্রভাবিত করতে পারে।
তিনি আরও জানান, মাস দুয়েক আগে সুহানির দুই হাত ফুলতে শুরু করেছিল। সেই সময় তাকে স্টেরয়েড দেওয়া হয়েছিল। কারণ এই অসুখের এটিই নাকি একমাত্র ওষুধ ছিল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
জানা গেছে, স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় সুহানির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছিল। তার ফুসফুস দুর্বল হয়ে গিয়েছিল। সেখানে পানি জমে গিয়েছিল। ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়ে যায়। গত ১০ দিন ধরে দিল্লির এইমসে ভর্তি ছিলেন এই অভিনেত্রী। অবশেষে সবাইকে কাঁদিয়ে গেল শুক্রবার শেষ নিশ্বাস ত্যাগ করেন সুহানি। সেখানেই তার শেষকৃত্য হয়।
উল্লেখ্য, আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় কুস্তিগীর ববিতা ফোগাতের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন সুহানি। তখন তার বয়স ছিল মাত্র ১৪। এর আগে একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। তবে এই সিনেমা দিয়েই খ্যাতি পান তিনি। সিনেমার সাফল্যের পর একাধিক কাজের প্রস্তাবও পেয়েছিলেন সুহানি। তবে সেই সময় অভিনয় থেকে বিরতি নিয়ে পড়াশোনায় মন দেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট