‘আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি’
‘আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি, যতখানি খোদা তার বান্দাকে ভালোবাসে।’ কথাগুলো ফেসবুকে লিখেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। আর মন্তব্যের ঘরে ভক্ত- শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, শুভকামনা। কারণ এটি রাজের নতুন সিনেমা ‘দেয়ালের দেশ’র প্রচারণা। যা মুক্তি পাচ্ছে আসছে ঈদে।
এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমার সহ-প্রযোজকও তিনি।
নির্মাতা জানান, অনুদানের সিনেমা নিয়ে এক ধরনের গৎবাঁধা চিন্তা আছে, সেসবের বাইরে দুর্দান্ত গল্প বলার চেষ্টা করা হয়েছে এতে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’র গল্প নিয়ে একরাশ মুগ্ধতা প্রকাশ করেছেন রাজও। তার কথায়, ‘পেশাগত কারণে অনেক স্ক্রিপ্টই পড়তে হয়। কিন্তু “দেয়ালের দেশ”-এ সেটি এত ডিটেইলস আর যত্ন স্পষ্ট যে, আমি এই ছবির অংশ হতে বাধ্য হয়েছি। পর্দায় আমাদের ক্যামিস্ট্রি ফুটিয়ে তোলার জন্য বুবলীসহ টিমের সবাই মিলে শুটিংয়ে যাওয়ার আগে রিহার্সাল করেছি। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে চুল, দাড়ি বড় করার সঙ্গে সঙ্গে অনেকটা ওজন কমাতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের এই চেষ্টার ফসল দর্শকের জন্য উপভোগ্য হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বুবলী বলেন, ‘গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রায়ই বলি ভিন্ন রকম গল্প, ভিন্ন ধরনের চরিত্র। কিন্তু অনেক সময় পর্দায় সে বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এ সিনেমাটি সেখান থেকে ব্যতিক্রম। এর গল্পটা আসলেই ভিন্ন আঙ্গিকের। এ ধরনের চরিত্র এর আগে আমার করা হয়নি। বিশেষ করে আমার জন্য এতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। আরেকটি বিষয় অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
রাজ-বুবলী ছাড়াও ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেনসহ অনেকে।