খোকন-কাজলের নেতৃত্বে বিএনপির প্যানেল

অনলাইন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৯
শেয়ার :
খোকন-কাজলের নেতৃত্বে বিএনপির প্যানেল

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ৭ মার্চ। এতে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচন করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

আজ শনিবার সন্ধ্যায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের নেতৃত্বে ১৪ সদস্যের নীল প্যানেল ঘোষণা করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

নীল প্যানেল থেকে সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির মঞ্জু, অ্যাডভোকেট সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট মো. রেজাউল করিম, সহসম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন ও অ্যাডভোকেট মো. আব্দুল করিম নির্বাচন করবেন।

 সদস্য পদে নীল প্যানেলের ৭ প্রার্থী হলেন অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহি অভি, অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম শফিক, অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ, অ্যাডভোকেট মো. আশিকুজ্জামান নজরুল, ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ ও অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক মনোনয়ন পান।