রাজধানীর কদমতলীতে ফাঁস নিলেন যুবক

ঢামেক প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০৬
শেয়ার :
রাজধানীর কদমতলীতে ফাঁস নিলেন যুবক

রাজধানীর কদমতলীর হাবিব নগর এলাকার একটি বোতল তৈরির কারখানা থেকে কাজী ইব্রাহিম (২১) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। আজ শনিবার সকালে ওই কারখানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহিম কুমিল্লার দেবিদ্বার উপজেলার ওসেনপুর গ্রামের আহসানউল্লাহর ছেলে। 

মৃত ইব্রাহিমের মামা সুমন সরকার জানান, ইব্রাহিম ৮/৯ মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তার স্ত্রী গ্রামে থাকতেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার ঘোপ জানান, ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন ইব্রাহিম এবং সেখানেই থাকতেন। সকালে অন্য শ্রমিকরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবরে দেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।