মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২
শেয়ার :
মগবাজারে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এই ঘটনা ঘটে। 

তাৎক্ষনিকভাবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পড়নে ছিল সেলোয়ার কামিজ। বয়স আনুমানিক (৪০) বছর ধরা হচ্ছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. তমেজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল আনুমানিক সোয়া ৯ টার দিকে মগবাজার রেলগেইট এলাকায় দিয়ে রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইনসাফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আমাদের সংবাদ দেওয়া হয়।

পরে সেখান থেকে ঐ হাসপাতালের স্টাফ মো. হাসান তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর বেলা ১১টায় মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।