হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৫
শেয়ার :
হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী

কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় যোগ দিতে পারছেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

এক মাস আগে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হলেও রাহুল গান্ধীর পাশে একবারও প্রিয়ঙ্কাকে দেখা যায়নি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, বিহার থেকে উত্তরপ্রদেশের চন্দৌলিতে ওই যাত্রা প্রবেশের সময় রাহুলের সঙ্গে যোগ দেবেন প্রিয়াঙ্কা। কিন্তু, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডলে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি সত্যিই আজ ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় যোগ দেয়ার জন্য উন্মুখ ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে আজই। একটু ভাল হলেই আমি ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেব।’

এরপর যাত্রার সাফল্য কামনা করে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সনিয়া গান্ধী এবার রাজ্যসভার প্রার্থী হয়েছেন। গত বুধবার মনোনয়ন জমা দিতে তিনি রাজস্থানের জয়পুরে যান। সেখানে মায়ের পাশে প্রিয়াঙ্কাকেও দেখা গিয়েছিল।