কারামুক্ত ফখরুল-খসরুর বাসায় বিএনপির নেতারা
সাড়ে তিন মাস পর কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান। আজ শুক্রবার মির্জা ফখরুলের গুলশানের বাসায় সাক্ষাৎ করতে যান বিএনপির এই দুই সিনিয়র নেতা।
গতবছরের ২৯ অক্টোবর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে। তার আগেরদিন গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশপণ্ড এবং তার ধারাবাহিকতায় সৃষ্ট ঘটনায় পুলিশের করা মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ঘটনায় ১১ টি মামলায় আসামি করা হয়। এ সব মামলায় আদালত জামিন দিলে গতকাল বৃহস্পতিবার কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
মুক্ত হয়ে কারাগারের ফটকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিএনপি মহাসচিব। সেখান থেকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে র্ভাচুয়ালি শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুভেচ্ছা বিনিময়কালে মহাসচিবকে তার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর দিতে বলেছেন। এ জন্য শারীরিক চেকআপসহ আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে বলেন তারেক রহমান।
জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলগীর আজ শুক্রবার তার শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ দিকে, আজ বিকেলে বনানীর বাসায় কারামুক্ত দলের জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান। সাড়ে তিন মাস পর গত বৃহস্পতিবার কারামুক্ত আমির খসরুর শারীরিক খোঁজ নেন তারা।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দীর্ঘদিন পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হয়েছেন। শারীরিক খোঁজ নিতে তাদের বাসায় গিয়েছিলাম।’