বরিশালের পুকুরে ধরা পড়ল ৪টি ইলিশ!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৯
শেয়ার :
বরিশালের পুকুরে ধরা পড়ল ৪টি ইলিশ!

বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর সেচে চারটি ইলিশ মাছ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচে ওই ইলিশগুলো পাওয়া যায়।

মাছগুলোর ওজন ৩৫০ থেকে ৩৮০ গ্রাম। পুকুরে ইলিশ পাওয়ার খবরে আশপাশের মানুষ ভীড় করে ওই বাড়িতে।

জানা যায়, গতকাল বিকেলে ওই উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফিরোজ সরদারের বাড়ির পুকুর সেচ করা হয়। পুকুর থেকে অন্য মাছের সঙ্গে চারটি ইলিশ মাছ ধরা পড়ে।

পুকুর মালিক ফিরোজ সরদার বলেন, ‘গতকাল পুকুরে মাছ ধরার জন্য সেচ দিই। এরপর মাছ ধরতে গেলে অন্য মাছের সঙ্গে ওই চারটি ইলিশ মাছ পাওয়া যায়।’

স্থানীয় রফিকুল ইসলাম রনি বলেন, ‘পুকুরের ইলিশ দেখতে ফিরোজ সরদারের বাড়ি গিয়েছিলাম। আমাদের মতো অনেকেই ওই বাড়িতে পুকুরের ইলিশ দেখতে ভিড় করে। বিষয়টি অবাক করার মতো।’ 

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, ‘হয়তো জোয়ারের পানির সঙ্গে পুকুরে ইলিশ ঢুকেছে। এ কারণেই হয়তো ইলিশগুলো পুকুরে আটকা পড়ে গেছে।’