ডিপিডিসির নারী এমপ্লয়ি কল্যাণ সমিতির বসন্ত বরণ

অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৯
শেয়ার :
ডিপিডিসির নারী এমপ্লয়ি কল্যাণ সমিতির বসন্ত বরণ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ নোমানকে ফুলেল শুভেচ্ছা ও বসন্ত বরণ উদযাপন করেছে ডিপিডিসি নারী এমপ্লয়ি কল্যাণ সমিতি। এ সময় ডিপিডিসির সর্বস্তরের নারী এমপ্লয়িরা উপস্থিত ছিলেন। 

গতকাল ডিপিডিসির বোর্ডরুমে এ আয়োজন করা হয়। এ সময় ডিপিডিসির নারী এমপ্লয়িদের কল্যাণের লক্ষ্যে নারী এমপ্লয়ি কল্যাণ সমিতি গঠন করা হয়। 

সমিতির সভাপতি হন প্রধান প্রকৗশলী ফজিলাতুন্নেচ্ছা ও সাধারণ সম্পাদক হন উপমহাব্যবস্থাপক নূর কামরুন নাহার। 

এছাড়া সমতির অর্থ সম্পাদক তাহমিনা আহমেদ, সহ-সভাপতি ব্যবস্থাপক শারমীন রহমান, নির্বাহী প্রকৌশলী, তাসনুভা বিনতে আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজা রহমান, দপ্তর সম্পাদক ইসমত আরা, প্রচার সম্পাদক ব্যবস্থাপক শাহীন আরা, স্বাস্থ্য সম্পাদক তামাতুন ইসলাম তানহা এবং সাংস্কৃতিক সম্পাদক সহকারী প্রকৌশলী ফাইরুজকে করা হয়।

বসন্ত বরণ অনুষ্ঠানের প্রথম পর্বে সমিতির সদস্যদের সাথে সমিতির উদ্দেশ্য ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সমিতিন নির্বাহী পরিষদের সদস্য ছাড়াও সাধারণ সদস্যরা এতে অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুপুরের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ডিপিডিসি নারী এমপ্লয়ি কল্যাণ সমিতির সদস্যবৃন্দ

গত ১০ জানুয়ারি বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ানের বিদায়ী সংবধনায় তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।