কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন বিটু

নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫০
শেয়ার :
কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন বিটু

বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি দেশের বাইরে যাওয়ায় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু। এর আগে ৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদককে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমরা অবগত হয়েছি যে, বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি দেশের বাইরে অবস্থান করছেন। এ অবস্থায় বাংলাদেশ কৃষক লীগের গঠনতন্ত্রের ২০ ধারার সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক নির্দেশক্রমে এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’