মাদক নিয়ন্ত্রণে পুলিশকে ভূমিকা রাখতে হবে: রঞ্জিত
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার বলেছেন, ‘আগে কি হয়েছে আমি জানি না, কিন্তু এখন থেকে ইয়াবা ও হেরোইন কিছুতেই যেন না ঢুকতে পারে সে ব্যাপারে পুলিশকে ভূমিকা রাখতে হবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘আপনাদের যেকোনো সমস্যা সরাসরি আমাকে বলবেন। আগামী দিনগুলোতে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাই, এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’
অনুষ্ঠানের সভাপতি তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভিন বলেন, ‘চাঁদাবাজ এবং মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে আপনারা (অভিভাবকরা) প্রশাসনকে কোনো তদবির করবেন না।’
সভায় চেয়ারম্যানরা জানানা, বালিজুড়ি ইউনিয়নে কয়েকটি চোলাই মদের কারখানা আছে। এ সমস্ত মদ উপজেলাজুড়ে বিক্রি হয়। আনোয়ারপুর ব্রিজের (সেতু) ঘাটে কয়লা ও পাথর লোড আনলোড হয় ট্রাকে। প্রতিটি ট্রাক থেকে চাঁদাবাজরা ৪ থেকে ৫ হাজার টাকা করে চাঁদা আদায় করে। উপজেলার পৈন্ডুপ ও সুলেমানপুর বাজারে ভারতীয় মদ বিক্রি হয়ে থাকে। নৌকায় জুয়ার আসর বসে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন, উপজেলার বাদাঘাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসাইন, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী, আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খাঁ, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।