ভাঙারির দোকানে মিলল ‘মর্টারশেল’

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৩
শেয়ার :
ভাঙারির দোকানে মিলল ‘মর্টারশেল’

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এক ভাঙারির দোকান থেকে মর্টারশেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে মেসার্স রুপা ট্রেডার্স নামের এক ভাঙারির দোকানে বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে সেটি মর্টারশেল মনে করে স্থানীয় ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হয়। এরপর বস্তুটি উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করতে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানায় পুলিশ।

স্থানীয় ও দোকান মালিক জানায়, গতকাল সন্ধ্যায় আনিছুর নামের এক ফেরিওয়ালা ভাঙারি সংগ্রহ করে দোকানে বিক্রি করেন। রাতে ওই দোকানে কিছু লোহা কিনতে এসে এক ব্যক্তি বস্তুটিকে দেখতে পান। তখন তিনি তার মোবাইলে থাকা গত বছরের ২৭ ডিসেম্বর এ অঞ্চলে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা একটি মর্টারশেলের ছবি বের করেন। সেই ছবির সঙ্গে বস্তুটি মিলিয়ে দেখে নিশ্চিত হন ওই বস্তুটি মর্টারশেল। তখন স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোক ঘটনাস্থলে গিয়ে বস্তটি চিহ্নিত করে তা একটি বস্তায় বালু দিয়ে চাপা দিয়ে দোকানের একপাশে রেখে দোকানটি তালাবন্দী করে দেন।

বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বলেন, ‘একটি ভাঙারির দোকানে বোমা সাদৃশ্য মর্টারশেলটি পাওয়ার পর উদ্ধার করা হয়েছে। বিষয়টি সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।’

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিক জানানো হয়েছে। তবে আইনি কিছু প্রক্রিয়া থাকায় চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করতে আমাদের সকল প্রসেস চলছে। তারা আসলেই জানা যাবে মর্টারশেলটি সক্রিয় কিনা।’