আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৬
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।

আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেয়া যাক;

পাটমন্ত্রীর কর্মসূচি:

খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বেলা ৩টায় মোহাম্মদপুরে টাউনহলের ড. এম ওয়াজেদ মিয়া স্মৃতি পাঠাগারে এ সভার অনুষ্ঠিত হবে। 

পলকের কর্মসূচি:

প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘স্মার্ট বাংলাদেশ রান ২০২৪’ দৌড় প্রতিযোগিতা। ‘স্টেপ ইনটু দ্য ফিউচার: রান ফর মিশন ২০৪১’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পুলিশ প্লাজার পাশে এম্ফিথিয়েটারে এই প্রতিযোগিতার আয়োজন করছে এসপায়ার টু ইনোভেট-এটুআই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আওয়ামী লীগের কর্মসূচি:

কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাসদের কর্মসূচি:

বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে হাসানুল হক ইনুর সভাপতিত্বে জাসদের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিতে হবে। সভা পরিচালনা করবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার।

গণতন্ত্র মঞ্চের কর্মসূচি:

বেলা ৩টায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য রাখবেন সংগঠনটির শীর্ষ নেতারা।

গণ অধিকার পরিষদের কর্মসূচি:

বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণ অধিকার পরিষদ (নুরুল হক নুর)।

র‌্যাবের কর্মসূচি:

কদমতলী এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ বিষয়ে ব্রিফ করবেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল। বেলা ১১টায় যাত্রাবাড়ীতে সংস্থাটির কার্যালয়ে তিনি এ ব্রিফ করবেন।

সিইসির কর্মসূচি:

সন্ধ্যা সাড়ে ৬টায় কাঁটাবনে পাঠক সমাবেশে প্রকাশনা উৎসব ও বই- আলোচনা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।